Logo
Logo
×

রাজনীতি

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তারেক রহমান

দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম

দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (২৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের সাড়ে ৩০০-এর বেশি মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।

সভায় তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙবে না।

মতবিনিময়ের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে আসন্ন নির্বাচনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলেছেন। তিনি বলেন, নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রার্থী বাছাইয়ে নানা বিষয় বিবেচনা করা হচ্ছে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার প্রথম কাজ হবে এলাকায় গিয়ে সহকর্মীদের নিয়ে পরামর্শ করে কাজ শুরু করা। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া নির্বাচন করা কঠিন হবে।

মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, তারেক রহমানের দেওয়া দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। তিনি যাকেই মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাইকে কাজ করতে বলেছেন—এটা আমরা মেনে চলব।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে মতবিনিময় করে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণার।

রংপুর বিভাগের ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল–পীরগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী জিয়াউল ইসলাম জিয়া ও কামাল আনোয়ার আহাম্মেদ বলেন, মতবিনিময় সভাটি প্রয়োজনীয় ছিল। যদিও বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি, তবু দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন