এনসিপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে : সারজিস আলম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম
ছবি-যুগের চিন্তা
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে, তাদের পলিসি ম্যানটেইন করে ও অপকর্ম থেকে যদি দূরে থাকে তাহলে এনসিপি নরসিংদীর সবচেয়ে প্রাসঙ্গিক দল হিসেবে গড়ে উঠবে। এখন রাজপথে ফাফঁর বাজি, সন্ত্রাসী কার্যক্রম করবে, ধমক দিয়ে দোকানের সাঁটার নামিয়ে ফেলবে, ছুরি দিয়ে মানুষকে অঘাত করবে আর ভোটের দিনে ভোট পেয়ে যাবে ঐদিন আর এখন নেই।
তিনি বলেন,শেখ হাসিনা পালানোর সময় ঐদিনকে সাথে নিয়ে গেছে। এখন যেই মানুষ কারো ধারা নির্যাতিত হবে, শোষণের শিকার হবে, নিপীড়িত হবে, ঐ মানুষ ভোটের দিন ব্যালট বাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে। আমরা যদি লাইনে থাকতে পারি আগামী নির্বাচনে এনসিপি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে।
আগামীতে এনসিপি নরসিংদীর ঘাটিঁ হয়ে উঠবে। আগামীতে জুলাই নেমে আসলে নরসিংদীর জুলাই হবে স্বর্ণাক্ষরে লিখে রাখার মত আরেকটি জুলাই। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগনের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকবো নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই।
আগামীর বাংলাদেশে আওয়ামীলীগ এবং ভারতীয় আধিপত্ববাদের প্রশ্নে বিএনপি এবং জামায়াত একক ভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপি আবশ্যক।
তিনি বলে, ২৪ এর অভ্যুত্থান পরবর্তী আমাদের যে আকাঙ্খা গুলো ছিলো সেগুলো আমাদের প্রাত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। একবছরে যতটুকু হওয়ার কথা ছিলো ততটুকুও হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামদদারিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পরেছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে । সুযোগ পেলে সকলেই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা লড়াইয়ে মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে।
জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার, জাতীয় ছাত্রশক্তির নরসিংদী জেলার আহবায়ক ফাহিম ভূইয়া রাজ অভি সহ জেলার নেতৃবৃন্দ।



