Logo
Logo
×

রাজনীতি

ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে: নুর

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম

ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে: নুর

ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারিতে নয়, জাতীয় নির্বাচন জানুয়ারিতেই দিতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো।’

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন সংঘাতমুখর নাকি শান্তিপূর্ণ হবে- তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নয়, বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপরও নির্ভর করবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।’

তিনি আরও বলেন, ‘সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও কালো মেঘ জমে যেতে পারে।’

গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের হাত ধরেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকারজাতীয় স্বার্থ- এই চার মূলনীতিকে ধারণ করে দলটি প্রতিষ্ঠিত হয়প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচি ঘোষণা করে, যা ছিল দলটির লক্ষ্যউদ্দেশ্য

গণঅধিকার পরিষদের স্লোগান- ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন