Logo
Logo
×

রাজনীতি

স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: ফারুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম

স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: ফারুক

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “ফ্যাসিস্ট স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো আসন্ন জাতীয় নির্বাচনকে ব্যাহত করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে।” রোববার (২৬ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “স্বৈরাচারী সরকার প্রকাশনা শিল্পকে ধ্বংস করে দিয়েছে। সত্য প্রকাশের সাহস ছিল না, পাঠ্যপুস্তক দলীয়করণ করা হয়েছে। গত ১৬ বছরে জনগণ এসব দেখেছে।”

নবনির্বাচিত প্রকাশক পরিষদের উদ্দেশে তিনি বলেন, “দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরতে হবে। গণতান্ত্রিক চর্চা বজায় রেখে স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রকাশ করতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, নবনির্বাচিত কমিটি জনগণের কাছে তুলে ধরবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো সক্রিয়।”

ফারুক বলেন, “গণতন্ত্র সুসংহত করতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে প্রকাশকদের সহযোগিতা করতে হবে।”

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, “গত ১৬ বছরে মুক্তচিন্তা ও ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রকাশনা শিল্পকে ধ্বংস করা হয়েছে। সঠিক ইতিহাস ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা লেখনীর মাধ্যমে তুলে ধরাই হবে আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর, সিনিয়র সহসভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. মনিরুল হক, মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, হা. ন.ম শরীফুল হক শাহ্জী, মো. আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন