Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে তারা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন সহসভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা।

এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। সংলাপে অংশ নেওয়া ৩০টি দল ও জোটের মধ্যে ২৫টি দল সনদে স্বাক্ষর করে কমিশনের সংস্কার সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার জানায়।

তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা ও আপত্তির কথা জানিয়ে এনসিপি সনদে স্বাক্ষর করেনি। একই কারণে আরও চারটি দল সই করা থেকে বিরত থাকে।

জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি ও আইনি দিক পর্যালোচনার অংশ হিসেবে গত ২২ অক্টোবর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন