সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে সময়মতো নির্বাচন না হয়। তিনি বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “বর্তমান পরিস্থিতিতে দ্রুত একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, তবে সংস্কারের মূল বাহক বিএনপি।”
তিনি আরও বলেন, “বিএনপি সংস্কার চায় না—এমন প্রচার সম্পূর্ণ মিথ্যা। দেশের যা কিছু ভালো হয়েছে, তা বিএনপি ও শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে।”
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, “যদি তিনি ১৯৭১ সালে মারা যেতেন, তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, লিবিয়া বা আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি হতো।”
অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, সময়মতো নির্বাচন নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে দলীয়ভাবে সক্রিয় ভূমিকা পালন করছে বিএনপি।



