এখনো গণভোটের সময় আছে : নায়েবে আমির তাহের
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: প্রেস উইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,আমরা গণভোটের বিষয়ে কথা বলছি।
গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে–এমনটা চায় বিএনপি। কিন্তু আমরা চাই নির্বাচনের আগে গণভোট। কারণ এর ওপর নির্ভর করবে আগামী নির্বাচন। যেমন আপার হাউসের বিষয়টি।
বুধবার (২২ অক্টোবর) বৈঠকের পর এ ব্যাপারে বিস্তারিত জানান এই নেতা। এ সময় তিনি বলেন,বাংলাদেশে খুব অল্প সময়ে দুটি গণভোটের নজির রয়েছে। আমরা মনে করি এখনো যথেষ্ট সময় আছে গণভোটের।
তিনি বলেন, “বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব নিয়েও কথা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা জোরদার করা দরকার। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
মোহাম্মদ তাহের বলেন, “আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং দলিলেও স্বাক্ষর করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা ৮০টির বেশি বিষয়ে একমত হয়েছি। এবং এখন প্রয়োজন তার আইনি ভিত্তি দেওয়া এবং তা বাস্তবায়ন করা এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালনা করা।



