চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বো : তানিয়া রব
লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি-যুগের চিন্তা
সঠিক নেতা নির্বাচন করতে না পারলে চাঁদাবাজি বন্ধ হবেনা। সন্ত্রাস বন্ধ হবেনা। মাদক ও দুর্বৃত্তায়ন বন্ধ হবেনা। আমরা সমাজকে চাঁদা ও সন্ত্রাসমুক্ত করে সুন্দর করে সাজাবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি'র জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব।
রবিবার (১৯ আক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এক মহিলা সবাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি রামগতি উপজেলা হারুন বাজারে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।
তানিয়া রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী, স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সহধর্মিণী। তিনি এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী।
তানিয়া রব বলেন, গত তিনটি সেশন আমরা ভোট দিতে পারি নাই। ভোট চুরি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, একজনের ভোট অন্যজনে দিয়ে দিছে।
এবার আমরা ভোট দিতে চাই, ভোট দিয়ে আমরা সঠিক নেতা পেতে চাই।
সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বাড়ি বাড়ি যেন ঝগড়া না হয়, জমি নিয়ে মারামারি না হয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট না হয়।সেজন্য আমাদের একটা সামাজিক পরিবেশ দরকার,সামাজিক নিরাপত্তা দরকার। সে লক্ষেই আমরা কাজ করছি।
তিনি বলেন,সঠিক নেতা নির্বাচনের জন্য আমরা যদি নারীরা এগিয়ে আসি তাহলে সুষ্ঠু সুন্দর একটি সামাজিক পরিবেশ তৈরি হবে। যার মাধমে সমাজের মানুষ নিরাপত্তায় থাকবে। নারী ও শিশু নিরাপদে থাকবে।
তানিয়া রব আরো বলেন, যারা সমাজের নেতৃত্বের নামে চাঁদাবাজি সন্ত্রাসী ও ইভটিজিং করে, নিশ্চয়ই তাদেরকে কেউ চালায় ! এদেরকে চিহ্নিত করতে হবে।
মা বোনের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা ,বাজারের ব্যবসা-বানিজ্যের নিরাপত্তার জন্য সঠিক নেতা নির্বাচিত করতে হবে।
আ স ম আবদুর রবের শারীরিক অসুস্থতার দোয়া চেয়ে তিনি বলেন, আপনাদের নেতা রামগতির অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমাকে পাঠিয়েছেন। সমাবেশে ভুলুয়া নদী খনন,গ্যাস লাইনের সংযোগ,রেল লাইন স্থাপন ও নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থাসহ রামগতির উন্নয়নে কাজ করতে সকলের সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।
৩ নং চর পোড়াগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী জোটের ঢাকা জেলার সভানেত্রী ফারজানা দিবা, জেএসডির কমলনগর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, রামগতি উপজেলার সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভাবলু। যুব পরিষদ নেতা হান্নান হাওলাতার, স্বেচ্ছাসেবক পরিষদের নেতা আবদুল্লাহ আল নোমান ও জেএসডি ছাত্রলীগ নেতা আসিফুল ইসলাম রিয়াজ ও ফয়সাল প্রমুখ।



