Logo
Logo
×

রাজনীতি

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করতে রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ইসি সচিবালয়ে হাজির হয়। সূত্র জানায়, আজই দলটির প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বাছাই করলে কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক নির্ধারণ করবে।

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে দলটি জানায়, তারা শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন চায় এবং এ বিষয়ে কোনো বিকল্প ভাবনায় নেই।

শাপলা প্রতীক নিয়ে এনসিপি শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছে। তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং লিখিতভাবে আবেদন জানিয়েছে। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে রাজপথে আন্দোলন করেও এই প্রতীক আদায় করা হবে। এমনকি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করা হতে পারে।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “শাপলা প্রতীক না দিলে এনসিপি নিবন্ধন নেবে না। ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। প্রতীক না দিলে নির্বাচনে জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে। ইসির সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই, তারা চাইলে শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।”

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ইসি যদি শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করে, তাহলে কমিশনের যেকোনো কার্যক্রমে আমাদের অনাস্থা থাকবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন