Logo
Logo
×

রাজনীতি

শিক্ষকদের আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম

শিক্ষকদের আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় বা আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, তাহলে বিএনপি কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবে না।

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন।

বিবৃতিতে বলা হয়, বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শিক্ষকদের আর্থিক সুবিধা, চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাকে দলের অগ্রাধিকার বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত পদক্ষেপই নেই না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিবৃতিতে আরও জানানো হয়, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং ধীরে ধীরে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তবে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, শিক্ষকদের ন্যায্য আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করে, বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন