Logo
Logo
×

রাজনীতি

রাকসুতে ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম

রাকসুতে ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

ছাত্রশিবিরের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ (মাঝে), জিএস সালাউদ্দিন আম্মার (বাঁয়ে) ও এজিএস এস এম সালমান সাব্বির (ডানে)। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। একই প্যানেলের এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন এজিএস পদে। অন্যদিকে জিএস পদে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতেই সবগুলো হলে গণনা সম্পন্ন হয়।

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট, এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোট।

রাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন, যা মোট ভোটারের ৬৯ দশমিক ৮৩ শতাংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন