Logo
Logo
×

রাজনীতি

আইনগত ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়: নাহিদ ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম

আইনগত ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আইনগত নিশ্চয়তা ছাড়া এবং অর্ডারের খসড়া না দেখে যদি আমরা সনদে স্বাক্ষর করি, তা হবে অর্থহীন। পরবর্তী সরকার এলে তার ভিত্তি কী হবে, কী টেক্সট থাকবে—এসব বিষয়ে স্পষ্টতা চাই। তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেব না।”

নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে এবং সেই আদেশের খসড়ায় আমাদের রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে। এই আদেশ প্রধান উপদেষ্টা জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী জারি করবেন।”

তিনি জানান, সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব একসঙ্গে গণভোটে যাবে এবং সেখানে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্নপত্র আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, “গণভোটে জনগণ সনদ অনুমোদন করলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়া হবে। এ বিষয়ে রাজনৈতিক মহলে একটি সাধারণ ঐকমত্য তৈরি হয়েছে। তবে এখনো পরিষ্কার নয়, এই প্রক্রিয়ায় কোনো সংশোধনী আসবে কি না।”

তিনি আরও উল্লেখ করেন, যেহেতু ড. ইউনূস জুলাই গণআন্দোলনের মাধ্যমে সরকার গঠন করেছেন, তাই এই আদেশ প্রেসিডেন্ট নয়, বরং সরকারের পক্ষ থেকেই জারি করা উচিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন