Logo
Logo
×

রাজনীতি

আমাদের কাছে ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের কল রেকর্ড রয়েছে: ডা. তাহের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পিএম

আমাদের কাছে ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের কল রেকর্ড রয়েছে: ডা. তাহের

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে জাতীয় নির্বাচনে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন।

ডা. তাহের বলেন, “একটি দলের লোকদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসিয়ে নীলনকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।” তিনি আরও জানান, “আমাদের কাছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড রয়েছে। তারা মিটিংয়ে কী বলেছেন, তারও তথ্য আমাদের কাছে আছে। এখনই প্রকাশ করছি না, সংশোধনের সুযোগ দিচ্ছি।”

তিনি প্রশাসনে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়োগের দাবি জানিয়ে বলেন, “যদি তা না হয়, তাহলে আমরা তথ্য জনসমক্ষে প্রকাশ করব।” সম্প্রতি একজন সচিবের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “এই পদটি নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এমন একজনকে, যার অতীতে দুর্নীতির ইতিহাস রয়েছে এবং যিনি একটি দলের প্রতি অনুগত।”

জামায়াত নেতা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে নিয়োগ নিয়ন্ত্রণ করছেন, যা দলীয় সরকারের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। তিনি জানান, পুলিশের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে এবং সেখানেও একই ধরনের তথ্য পাওয়া গেছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি এখন সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। কিন্তু কিছু পক্ষ এটিকে জটিল করে তুলছে, তারা বলছে জাতীয় ভোটের সঙ্গে গণভোট একসঙ্গে হবে।”

মানববন্ধনে মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম সভা পরিচালনা করেন। এছাড়া বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবাব্য ও আবদুল হালিম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন