Logo
Logo
×

রাজনীতি

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সিইসি নাসির উদ্দিন, চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তার সঙ্গে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি, গণভোট এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের সঙ্গে দলের সুপারিশ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, “আগামী নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে ব্রিফিং দেওয়া হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন