Logo
Logo
×

রাজনীতি

যুক্তরাজ্যে জ্বরে আক্রান্ত তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

যুক্তরাজ্যে জ্বরে আক্রান্ত তারেক রহমান

ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারী‌রিকভা‌বে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদে‌শের একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক প‌রা অবস্থায় দেখা গে‌ছে তাকে। জ্বরসহ ঠান্ডাজ‌নিত রো‌গে ভুগ‌ছেন তিনি। তবে এটি সাধারণ জ্বর না কো‌ভি‌ড, সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি।

জানা গে‌ছে, চল‌তি মা‌সের ২০ তা‌রি‌খে ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ত্যাগ করার কথা ছিল তা‌রেক রহমা‌নের। এ জন‌্য ভিসা, টি‌কিট সংগ্রহসহ সব প্রস্তু‌তিও নেওয়া হ‌য়ে‌ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওমরাহ‌ পালনে যাওয়ার প‌রিকল্পনা বা‌তিল করেছেন তিনি।

এছাড়া, ন‌ভেম্ব‌রের তৃতীয় সপ্তা‌হে দে‌শে ফেরার প্রাথমিক প‌রিকল্পনা থাক‌লেও এখন দ্বিতীয় সপ্তা‌হে দে‌শে ফির‌তে চান তি‌নি। নির্বাচ‌নের আগে পু‌রো তিন মাস প্রচারণাকাজে অংশ নিতে চান তি‌নি। দে‌শে ফেরার প‌থে ওমরাহ ক‌রে ফির‌বেন কিনা তা এখ‌নও জানা যায়নি। ত‌বে এখন দে‌শে ফের‌ার শেষ মুহূর্তের প্রস্তু‌তি চল‌ছে তার।

লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিএনপির সদস্য শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে‌ছেন।

তা‌রেক রহমা‌নের দে‌শে ফেরার অগ্রগ‌তি নি‌য়ে যুক্তরাজ‌্য বিএন‌পির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পার‌ভেজ ম‌ল্লিক শনিবার দুপুরে জানান, তিনি নি‌জেই শিগগিরই দে‌শে ফেরার কথা জানিয়েছেন। ত‌বে দিনক্ষণ এ‌খ‌নও চূড়ান্ত হয়নি।

বিএনপির এক সদস্য বলেছেন, দেশজু‌ড়ে নির্বাচনি প্রচারণাকা‌জে ব‌্যবহা‌রের জন‌্য একটি বুলেটপ্রুফ মিনিবাস ও একটি বুলেটপ্রুফ এসইউ‌ভি জাপান থেকে আনা হচ্ছে। সূত্র : অনলাইন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন