নরসিংদীতে বিএনপির ৬ নেতা এক মঞ্চে, ঐক্যের বার্তা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম
ছবি-যুগের চিন্তা
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বয়কট করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার হাটুভাঙ্গা এলাকায় একটি অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় এ বয়কটের ঘোষণা করা হয়।
এসময় রায়পুরা উপজেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিগত সময়ের কর্মকান্ডে ক্ষোভ জানিয়ে বলেন, তিনি কর্মীবান্ধব নেতা না। তিনি দূ:সময়ে তৃণমূলের নেতাকর্মীদের কোন খোঁজ রাখেনি।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, দল এখনো কাউকে মনোনয়ন নিশ্চিত করে নাই। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মনোনয়নের কথা বলে দলকে দ্বিধা বিভক্ত করতে চাইছে। আশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দিবে।
নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী রফিকুল আমিন ভূঁইয়া রুহেল বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আওয়ামীলীগের নেতাকর্মীদের আশ্রয় প্রর্শয় দিচ্ছে। তিনি ছাগল কান্ডের আলোচিত মতিউর-লাকীর পার্ককে রক্ষা করছেন। তাকে মনোনয়ন দিলে রায়পুরার জনগণ দাঁত ভাঙ্গা জবাব দিবে। তৃণমূলের রায়ের মাধ্যমেই দলের মনোনয়ন ঠিক করবে। আজকের মঞ্চের ত্যাগী নেতাদের মধ্য থেকে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন শ্যামল বলেন, আমি ২০০৬ সাল থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। অনেক মামলা , হামলা ও ত্যাগ তিতীক্ষার পর আজকের জায়গায় এসেছি। আমাদের ব্যক্তিগত প্রতিযোগীতা থাকলেও দল ও দেশের স্বার্থে সবাইকে একসাথে থাকতে হবে। অনেকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দল ও নেতাকর্মীকে বিভ্রান্ত করছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির কার্যালয় সম্পাদক আব্দুর রহমান খোকন।
এসময় উপস্থিত ছিলেন, মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।
এছাড়া উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



