জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান।
বৈঠকের শুরুতে গোয়েন লুইস জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রত্যাশা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং সার্বিক উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচনকে ঘিরে জাতীয় ঐকমত্য, জুলাই সনদের আইনি ভিত্তি এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগের মাধ্যমে আগামী নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে পারে।
বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের মানবিক বিপর্যয়, পার্বত্য অঞ্চলের সমস্যা এবং রোহিঙ্গা তরুণদের মাদকাসক্তির ঝুঁকি নিয়েও আলোচনা হয়। এসব সংকট মোকাবেলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জামায়াত আমির জানান, রাজনৈতিক দল হিসেবে তারা সরাসরি কাজ করতে না পারলেও ইসলামিক এনজিও সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল (৮ অক্টোবর) ঐকমত্য কমিশন থেকে একটি ফলপ্রসূ ঘোষণা আসবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।



