এবার নিজেকে বহিষ্কারের আবেদন জবি ছাত্রলীগ নেতা শাহীনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম
ছবি : সংগৃহীত
নিজেকে বহিষ্কার করতে ফেসবুকে উপাচার্যের নিকট আবেদন করলেন জবি পরিসংখ্যান বিভাগের ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহীন আলম।
সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে সাতটা নাগাদ একটি ফেসবুক পোস্টটা হুবহু তুলে ধরা হলো-
তিনি লেখেন, ‘মাননীয় মহোদয়, সশ্রদ্ধ নিবেদন এই যে, আমি শাহীন আলম, সাধারণ সম্পাদক, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি একটা নিউজে দেখলাম ছাত্রলীগ সম্পৃক্ততা পেলে বহিষ্কার করা হবে। আমি ক্লিয়ার করতে চাই যে আমাদের বিভাগের যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ উত্থাপন করা হয়ে থাকে, তাদের মধ্যে শেষ পর্যন্ত শুধুমাত্র আমিই সক্রিয়ভাবে যুক্ত ছিলাম এবং এখনো সেটা চলমান আছে বরং আরও বেশি যেটা আমার অনলাইন এক্টিভিটিস দেখলে বুঝবেন। অন্যান্য যারা পূর্বে জড়িত ছিলেন, তারা হয় অনেক আগেই নিজেদের সরিয়ে নিয়েছেন, নয়তো পরিচয় পাল্টে মিশে গেছেন।
অতএব, এ বিষয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বিবেচিত হয়, তবে অনুগ্রহপূর্বক তা একমাত্র আমার ক্ষেত্রে প্রযোজ্য করার জন্য আবেদন জানাচ্ছি।
তিনি আরও লেখেন, ‘আমি আমার দায় স্বীকার করছি এবং অন্য কাউকে যেনো এই বিষয়ে জড়িত করে হয়রানি না করা হয় সেটার জন্য অনুরোধ করছি।’




