Logo
Logo
×

রাজনীতি

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয় : পরিবার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয় : পরিবার

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। পরিবার জানিয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর হলেও তিনি জীবিত আছেন।

রোববার (৬ অক্টোবর) রাতে তোফায়েল আহমেদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ২৭ সেপ্টেম্বর থেকে হাসপাতালটিতে ভর্তি আছেন। বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক দুর্বলতার কারণে তার অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠেছে।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়। আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।”

তোফায়েলের জামাতা তৌহিদুজ্জামান তুহিনও গণমাধ্যমে বলেন, “তোফায়েল আহমেদের বর্তমান অবস্থা স্থিতিশীল নয়, তবে তার হৃদযন্ত্র সচল রয়েছে। তার মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়েছে তা সত্য নয়। সবাইকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি।”

১৯৪৩ সালে ভোলায় জন্ম নেওয়া তোফায়েল আহমেদ ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ছিলেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অন্যতম নেতৃত্ব দেন। মাত্র ২৭ বছর বয়সে, ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য হন এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন