Logo
Logo
×

রাজনীতি

কুড়িগ্রামে বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম

কুড়িগ্রামে বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি-যুগের চিন্তা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে আজ শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। এই মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের প্রায় এক হাজার রোগী স্বাস্খ্য সেবা নেয়। দুঃস্থ মানুষদের চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ দেয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের অংশ হিসেবে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

তিনি আরো জানান বিএনপির সর্বদা সাধারণ জনগণের পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে। সমাজের অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি।

উল্লেখ্য, জেলার বিভিন্ন এলাকায় গতকাল ৪টি ও আজ ৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন