শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এনসিপি : নাহিদ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
ছবি : সংগৃহীত
এবার শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি মহলের ইন্ধনেই তাদের এই প্রতীকটি দেয়া হচ্ছে না। আর এক বিশেষজ্ঞ বলছেন, শাপলা প্রতীক এনসিপিকে দিতে আইনগত কোন বাধা নেই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপিকে শাপলা দিলে তারা মামলা করবেন না তবে প্রতিবাদ জানাবেন। কারণ এর আগে এই প্রতীক চাইলেও তা দেয়া হয়নি নাগরিক ঐক্যকে।
গত ২ অক্টোবর নির্বাচন কমিশন থেকে এনসিপিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে শাপলা বাদে তালিকায় থাকা ৫০টি প্রতীকের মাঝে যে কোনো একটি বেছে নিতে, সময় বেঁধে দেয়া হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরকে জানান, জুলাই পদযাত্রায় শাপলার গণজোয়ার তৈরি হওয়াতেই নির্বাচন কমিশন এমনটা করছে।
ইসি তার অবস্থান থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে তারা ইসির বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচিও দিতে পারেন। এসব নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তিনি আরও অভিযোগ করেন, একটি মহলের ইন্ধনেই এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না।
এদিকে শাপলা নিয়ে আগেও আবেদন করা হয়েছিল কিন্তু দেয়া হয়নি, নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে এমনটা বলেছে। তবে যাদের শাপলা দেয়া হয়নি, সেই দল- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অভ্যুত্থানকারী শক্তি হিসাবে এনসিপিকে শাপলা দেয়া হলে কোন মামলা করবেন না তারা। অন্যদিকে একজন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলির মতে এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। তবে প্রতীক হিসেবে শাপলা দিলে গোলাপ ফুলের সাথে ব্যালট পেপারে মিলে যাবার সম্ভাবনা আছে বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ।



