কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি-যুগের চিন্তা
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মণ্ডপ পরিদর্শনকালে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়ন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মাহবুব আলম, সাবেক সদস্য মো. ওয়াকিল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য বিপ্লব বর্মন প্রমুখ।
জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মাহবুব আলম বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। পূজামণ্ডপে যেকোনো ধরণের নাশকতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা নিয়োজিত আছেন। কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলেও তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজায় ছাত্রদলের নেতাকর্মীরা সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে সব ধর্মের অনুসারীরাই নিরাপদে থাকে এবং তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। অথচ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এই উৎসবকে ঘিরে অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এরা আসলে দেশ ও জনগণের শত্রু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি নারায়ন দত্ত প্রদীপ বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তরুণদের স্বাগত জানাই।



