নির্বাচনের ষড়যন্ত্র চলছে, দোষ পিআর সমর্থকদের : মালেক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
ছবি-যুগের চিন্তা
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের সময়ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকদের স্বাগত জানানোর পর মালেক সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, কিছু উচ্চভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য প্রতিসাম্য প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন।
সিলেট-৩ আসনে আগ্রহী প্রদপ্রার্থী এই নেতা বলেন, “আমি আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ, আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হব, এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দিবে।”
তার মতে, এই ষড়যন্ত্রের লক্ষ্য প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া।
তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।”
তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।”
তিনি সিলেটবাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ১ অক্টোবর তিনি সিলেট শহরে গিয়ে পূজার মন্ডপ পরিদর্শন করবেন।



