Logo
Logo
×

রাজনীতি

‘আওয়ামী সরকার ছাত্রশিবিরকে জঙ্গি সংগঠন বলে অপপ্রচার করছে’

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

‘আওয়ামী সরকার ছাত্রশিবিরকে জঙ্গি সংগঠন বলে অপপ্রচার করছে’

ছবি-যুগের চিন্তা

আওয়ামী সরকার পরিকল্পিতভাবে ইসলামী ছাত্রশিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে অপপ্রচার করছে। শিবিরের বিরুদ্ধে সাজানো নাটক তৈরি করে দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। অথচ বাস্তবতা হলো, ছাত্রশিবির সব সময় দেশ ও জাতির স্বার্থরক্ষায় কাজ করেছে এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল লতিফ মাসুম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সঠিক দিকনির্দেশনা গ্রহণ করতে পারলে ভবিষ্যৎ জীবন সফল ও সমৃদ্ধ হতে পারে। শুধু ডিগ্রি নয়, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গুরুদয়াল কলেজ শাখার সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন। অনুষ্ঠানে প্রায় ৬০০ নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের উদ্দেশে ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন