Logo
Logo
×

রাজনীতি

প্রশাসনের বিভিন্ন স্থরে আওয়ামী লীগের দোসররা রয়েছে : রিজভী

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

প্রশাসনের বিভিন্ন স্থরে আওয়ামী লীগের দোসররা রয়েছে : রিজভী

ছবি-যুগের চিন্তা

প্রশাসনের বিভিন্ন স্থরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে। অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্বেও অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। তারা এই সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে " আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, বিগত সময় চার জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়

তাদের পরামর্শে ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে।

এর আগে "আমরা বিএনপি পরিবারের" প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, আহত ভূলতা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন সহ সংগঠনের সদস্যরা। এছাড়া জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর হাটাবো এলাকার পেপারটেক নামের একটি কাগজ তৈরি কারখানার বালু ভরাটকে কেন্দ্র করে ভুলতা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও তার ভাতিজা দুলন ভুইয়াসহ তাদের লোকজনের সঙ্গে ভুলতা ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সম্পাদক সেলিমসহ তার লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে দোলন ভুইয়াসহ উভয়ের পক্ষের ৮ জন আহত হয়। এছাড়া দুই পক্ষই আলাদা পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন