Logo
Logo
×

রাজনীতি

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ শক্তিশালী, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ শক্তিশালী, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণকে ‘যথেষ্ট শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বিএনপি নিশ্চিত যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ অধিবেশনে যোগ দেন।

প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে ফখরুল বলেন, এতে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য উভয়ই প্রতিফলিত হয়েছে। তিনি সেই উদ্দেশ্যের কথাই বলেছেন, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছিল। গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট শূন্যতায় রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা একত্রে তাকে দায়িত্ব দিয়েছিল, বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও রাজনীতির ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে এক বছরের মধ্যে সরকার আপেক্ষিক স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে—এ বিষয়টিও প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেছেন।

ফখরুল দাবি করেন, বিএনপি বহুদিন ধরেই কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন ২০৩০ এবং তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, যেখানে রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল।

প্রধান উপদেষ্টার অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে ফখরুল বলেন, ইতিহাসে প্রথমবার তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজে অন্তর্ভুক্ত করেছেন এবং জাতিসংঘে সঙ্গেও নিয়েছেন। এর মূল উদ্দেশ্য ছিল জাতির ঐক্য প্রদর্শন।

এ সময় জামায়াতে ইসলামী অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ইস্যু প্রসঙ্গে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি নিম্নকক্ষে কিংবা উচ্চকক্ষে—কোথাও পিআরের পক্ষে কথা বলেনি। তবে তিনি যোগ করেন, এ ধরনের বিষয় ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধান হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন