বিএনপিতে পারিবারিক মনোনয়ন দৌড়
এক আসনে বাবা, অন্য আসনে ছেলে-মেয়ে বা স্ত্রী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির শীর্ষ পর্যায়ে চলছে মনোনয়ন দৌড়। দলের অনেক নেতাই শুধু নিজেদের জন্য নয়, পাশাপাশি পরিবারের সদস্যদের—যেমন স্ত্রী, ছেলে-মেয়ে কিংবা ভাইদের জন্যও মনোনয়ন চাইছেন। এমনকি কেউ কেউ নিকটাত্মীয়দের জন্যও আসন চাইছেন বলে জানা গেছে।
তবে একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন দেওয়া হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিবেচনাধীন রয়েছে। অনেকে মনে করছেন, যদি একজন নেতার পরিবারকে একাধিক আসনে সুযোগ দেওয়া হয়, তবে অন্য নেতারাও একই দাবি তুলতে পারেন। আবার অনেকের মতে, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও ত্যাগের মূল্যায়নই হবে মনোনয়ন বোর্ডের প্রধান বিবেচ্য বিষয়।
পারিবারিক মনোনয়নপ্রত্যাশীদের তালিকা:
- ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১): নিজে নিশ্চিত প্রার্থী; ছেলে ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-২ আসনে মনোনয়ন চাইছেন।
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১): নিশ্চিত প্রার্থী; তার ভাই মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপ্রত্যাশী।
- মির্জা আব্বাস (ঢাকা-৮): নিজে প্রার্থী; স্ত্রী আফরোজা আব্বাস ঢাকা-৯ আসনে মনোনয়ন চাইছেন।
- গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩): নিশ্চিত প্রার্থী; তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী ও ঢাকার আরেকটি আসনের প্রার্থী হতে পারেন।
- ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২): নিজে প্রার্থী; তার মেয়ে মাহরীন খান নরসিংদীতে আসন চাইছেন।
- আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম): নিজে চট্টগ্রাম-১০ বা ১১ আসনে; ছেলে ইস্রাফিল খসরু অন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
- সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-২): নিশ্চিত প্রার্থী; স্ত্রী হাসিনা আহমেদ কক্সবাজার-১ আসনে মনোনয়ন চাইছেন।
- ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২): নিজে প্রার্থী; স্ত্রী রুমানা মাহমুদ ও ভাগ্নে এম এ মুহিত ও মনোনয়নপ্রত্যাশী।
- মীর নাসির উদ্দিন (চট্টগ্রাম): নিজে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন চাইতে পারেন; ছেলে মীর হেলাল উদ্দিন চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী।
- আমান উল্লাহ আমান (ঢাকা-২): নিজে ও ছেলে ইরফান ইবনে অমির জন্য মনোনয়ন চাইছেন।
- সালাহউদ্দিন আহমেদ (ঢাকা-৫): নিজে প্রার্থী; ছেলে তানভীর আহমেদ রবিন ঢাকা-৪ আসনে মনোনয়ন চাইছেন।
- আব্দুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২): নিজে প্রার্থী; ভাই সুলতান সালাহউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসনে প্রার্থী হতে পারেন।
- আব্দুল আউয়াল মিন্টু (ফেনী-৩): নিজে প্রার্থী; ভাই আকবর হোসেন ফেনীর আরেকটি আসনে মনোনয়ন চাইছেন।
- রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২): নিজে প্রার্থী; স্ত্রী সাবিনা ইয়াসমিন ও আসন চাইতে পারেন।
- খায়রুল কবির খোকন (নরসিংদী-১): নিশ্চিত প্রার্থী; স্ত্রী শিরীন সুলতানা ঢাকার যেকোনো আসনে মনোনয়ন চাইছেন।
- মীর সরাফত আলী সপু (মুন্সীগঞ্জ-১): নিজে প্রার্থী; ভাই মীর নেওয়াজ আলী ঢাকা-৭ আসনে মনোনয়নপ্রত্যাশী।
বিএনপির আসন্ন নির্বাচনে পারিবারিক মনোনয়নপ্রত্যাশী নেতাদের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। তবে শেষ পর্যন্ত কে কোথায় প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত এখনো তারেক রহমানের হাতেই। দলীয় পরিচিতি, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।



