Logo
Logo
×

রাজনীতি

সড়ক আটকে সংবর্ধনা নিলেন বরগুনা জেলা বিএনপি

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

সড়ক আটকে সংবর্ধনা নিলেন বরগুনা জেলা বিএনপি

ছবি-যুগের চিন্তা

কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে মোটর সাইকেল শোভাযাত্রা শেষে চার স্থানে গণ সংবর্ধনা নিলেন বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টারকে শাখারিয়া, মহিষকাটা, বটতলা ও আমতলী চৌরাস্তায় এ গণ সংবর্দনা দেয়া হয়। সড়ক আটকে গণ সংবর্ধনা দেয়ায় সড়কে যানজটের সৃষ্টি। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হন।

জানাগেছে, তিন বছর পর গত রবিবার রাতে বরগুনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাতী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে নজরুল ইসলাম মোল্লাকে আহবায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাষ্টারকে প্রথম যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া চৌরাস্তায় অস্থায়ী মঞ্চে সংবর্ধণা দেয়া হয়। পরে মোটর সাইকেল শোভাযাত্রার করে মহিষকাটা স্ট্যান্ড ও বটতলা গণ সংবর্ধনা দেয়া হয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। সর্বশেষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আমতলী চৌরাস্তায় আনা হয়। ওই স্থানে তাদের আমতলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সড়ক আটকে অস্থায়ী মঞ্চে গণ সংবর্ধনা দেয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপির সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা। আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সঞ্চালনায় গণ সংবর্ধনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টার। গণ সংবর্ধনায় কয়েক হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, রাজনীতি মানুষের কল্যাণে কিন্তু সেই কল্যাণ যদি অকল্যাণ হয়, সেই রাজনীতি করে লাভ করি? তারা আরো বলেন, সড়ক আটকে মানুষের যাতায়াত বন্ধ করে গণ সংবর্ধণা দেয়া ও নেয়া ঠিক হয়নি।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি সাংবাদিক পরিচয় পেয়েই মোটর সাইকেলে আছি বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নবগঠিত বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, মোটর সাইকেল শোভাযাত্রা করা যাবে না। এগুলো করতে কেন্দ্রের নিষেধ রয়েছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অল্প সময়ের মধ্যেই গণ সংবর্ধনা শেষ হয়েছে। রাস্তা আটকে গণ সংবর্ধনা এবং মোটর সাইকেল শোভাযাত্রা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়মের বাহিরে কত কিছুইতো হয়। সব কি নিয়মে চলে?

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন