Logo
Logo
×

রাজনীতি

অক্টোবরেই একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

অক্টোবরেই একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি

ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।বিএনপির নেতাকর্মীরাও সে কারণে অনেক উজ্জীবিত এবং প্রস্তুত। এ পরিস্থিতিতে নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করেছে বিএনপি। শোনা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজধারী দলীয় প্রার্থীরাই প্রাধান্য পাবেন।

এ ছাড়াও আন্দোলন-সংগ্রামে সঙ্গে থাকা মিত্রদেরও আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আসন বণ্টন বা সমঝোতার জন্য ইতোমধ্যে তাদের সাথে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়ে নির্বাচনি জোট গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করতে চায় বিএনপি। গত মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মিত্রদের আসন ছাড়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, একাধিক জরিপের তথ্য দলটির হাইকমান্ডের কাছে রয়েছে। একাধিক জরিপ ও সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া তালিকা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। নেতারা জানান, ৩শ সংসদীয় আসনের মধ্যে দেড়শ’ আসনের প্রার্থিতা নিয়ে তেমন ভাবছে না দলটি। হাইকমান্ড মনে করছেন, এসব আসনে দলীয় প্রার্থিতা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই। এই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত। বাকি আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বেশ তৎপর বিএনপি। এর মধ্যে বেশকিছু আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে দলটির।

বিএনপি সূত্রে আরও জানা গেছে, ঠিক কয়টি আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। আর মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মিত্র রাজনৈতিক দল গুলোর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক করার কথা রয়েছে।

সূত্র জানান, শিগগিরই মিত্রদের সঙ্গে আসন ছাড় ও জোট গঠনের ব্যাপারে আলোচনায় বসবে বিএনপি। মিত্ররা কোন আসনে কারা জয়ী হতে পারবে, তাদের যোগ্যতা ও জনপ্রিয়তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা সেটাও বিবেচনায় রাখছে দলটি। পাশাপাশি ওইসব আসনে দলীয় যেসব প্রার্থী রয়েছেন তাদের ঐক্যবদ্ধভাবে মিত্রদের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হবে। মিত্রদের মধ্যে যাদের মনোনয়ন দেওয়া যাবে না তাদের অন্যভাবে মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেবে বিএনপি। আবার কেউ কেউ বয়সের কারণে সরাসরি নির্বাচনে অংশ নিতে চাইছেন না, তাদের অন্যভাবে সম্মানিত করা হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, তপশিলের আগেই ৩শ আসনের অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন