কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: ডা. জাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ‘শেষলগ্নের নেতৃত্ব’ দিতে শিগগিরই দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, “আমি কয়েকদিন আগেও বলেছি, কয়েক সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরবেন। তিনি শুধু নির্বাচনি প্রক্রিয়ার নেতৃত্ব নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্বের নেতৃত্ব দেবেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, গণতন্ত্রের আন্দোলনে সম্পৃক্ত সব মানুষের নেতা। তিনি দেশে ফিরে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবেন।”
দেশে নাশকতার প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারের দোসর কারা, তা ১৯৮৬ সালেও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। জনগণ জানে কারা সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ত। সংবাদকর্মীদের ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানাই।”
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির মহাসচিবসহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের আওয়ামী লীগের হেনস্তার বিষয়ে তিনি বলেন, “এই দলের ইতিহাস কখনোই জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, দেশকে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে। তবে জনগণ জানে কীভাবে তাদের প্রতিহত করতে হয়।”
জাহিদ হোসেনের এই বক্তব্যে তারেক রহমানের প্রত্যাবর্তন ও বিএনপির আন্দোলনের পরবর্তী ধাপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।



