Logo
Logo
×

রাজনীতি

কিশোরগঞ্জে বিএনপি নেতার খিচুড়ি বিতরণ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

কিশোরগঞ্জে বিএনপি নেতার খিচুড়ি বিতরণ

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে রশিদাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ বিল্লাল। খিচুরি রান্না করে বিতরণ করেছেন নিজ ওয়ার্ডের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এই আয়োজন করা হয়।

২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শাহাবুদ্দিন বলেন, আজকে এই আয়োজনে আমাদের তৃণমূলের সকল নেতাকর্মীকে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ ভাবে চলার জন্য। আমাদের সকলকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করেছেন। আমাদের মধ্যে সম্পর্ক ধরে রাখার জন্য সুন্দর আয়োজন এইটা। আমরা এই উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখবো।

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন বলেন, এই উদ্যোগটি ভালো লেগেছে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের একটি লক্ষ্য। বিএনপি’র সকল পরিবারের সদস্যদের বলবো আমরা হিংসা বিদ্বেষ ভুলে একতাবদ্ধ হয়ে ওয়ার্ড পর্যায়ে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে এমন করে ভালো কিছু করা প্রয়োজনতাহলে সকলের খোঁজ খবর নেওয়াঐক্যবদ্ধ ঠিক থাকবে

আয়োজক রশিদাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই উপলক্ষ্যে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছে। আমি মনে করি আমাদের প্রত্যেকের গোষ্ঠি, মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে প্রতিটি নেতাকর্মী যদি উদ্যোগ নেই আমরা মাঝে মাঝে একসাথে এইভাবে খাওয়ার আয়োজন করবো। সবাই একসাথে খাব। তাহলে এর মাধ্যমে প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক থাকবে, ঐক্যবদ্ধ থাকা যাবে। এবং তারেক রহমানের আশা ব্যর্থ হবে না। সামনে নির্বাচনে আমাদের ভোট ও সমর্থনের কোন সমস্যা হবে না। এই উদ্দ্যোসে মূলত আমার আজকে এই আয়োজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন