Logo
Logo
×

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে বললেন এনসিপি নেত্রী তাজনুভা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে বললেন এনসিপি নেত্রী তাজনুভা

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে দলটি বিক্ষোভও করেছে।

শুধু আখতারকে ডিম নিক্ষেপ করেই ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকেও অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এর তীব্র নিন্দা জানিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইতে বলেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন।

নিজের ফেসবুক পোস্টে তাজনুভা লেখেন, রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই। হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যায় নাই। ম বর্গীয়, খ বর্গীয়সহ সব ধরনের গালাগালি নিত‍্যনৈমিত্তিক বিষয়। কিন্তু আজকে নিউইয়র্কে জারাকে যে অকথ‍্য ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর হামলা করা হলো, তাও বাংলাদেশ সরকারের সফরসঙ্গী হিসেবে এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তাজনুভা লেখেন, অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। কেন এরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারে নাই। কেন তারা একমাত্র নারী রাজনৈতিক প্রতিনিধিকে নিরাপত্তা দিতে পারে নাই। শেইম! অন্তর্বর্তী সরকারের এদের কাছে ক্ষমা চাইতে হবে। জারার কাছে ক্ষমা চাইতে হবে। মুখে নারী নারী করে ফেনা তুলে ফেলে, অথচ সঙ্গে করে নিয়ে তাকে আক্রমণের মুখে ফেলে রেখে চলে গেছে

এ হামলার দায় সরকারকে নিতে হবে জানিয়ে এনসিপি নেত্রী বলেন, আখতার শুধু এনসিপির নেতা না, আখতার ফ‍্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক। ইতিহাস সাক্ষী, আখতার রাজপথে থেকে, জেল জুলুম সহ‍্য করে হাসিনাকে বিতাড়িত করেছে দেখেই আজকে আপনারা একেকজন উপদেষ্টা। যার অবদানে সরকার হইসেন তাকেই নিরাপত্তা দিতে ব্যর্থ! ধিক্কার জানাই। এনসিপি এর জবাব নিয়ে ছাড়বে। নিজেদের দলের সাংগঠনিক সফরে গিয়ে এই হামলার শিকার হলে এক কথা, সরকারের সঙ্গে গিয়ে এই অবস্থা? বাংলাদেশ সরকারকে এর দায় অবশ্যই নিতে হবে। বাকিটা এনসিপি রাজপথে বুঝে নেবে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন