পিআর চাওয়ারা ফের ফ্যাসিজম আনার চেষ্টা করছে : সেলিমা রহমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি গণতন্ত্র রক্ষা করে। গণতন্ত্র মানে সবাই সবকথা বলবে এবং সবাই নিজ নিজ মতামত দিবে। কিন্তু আজকে পিআর পদ্ধতির মাধ্যমে আবারও ফ্যাসিজম নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ’৭১ এর পরাজিত শক্তিরা আজকে ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা এখন নতুন করে পিআর পদ্ধতির কথা বলছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও তারা আন্দোলন করছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত "বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির সভাপতি নাসির উদ্দিন হাজারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, সহ-সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।
তিনি বলেন, "যারা একসময় দেশের মানুষকে হত্যা করছে, মানুষকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। সেই
জামায়াত এখনো তাদের অতীতের আদর্শ ভুলতে পারছে না। আজকে তারা ক্ষমতায় আসার জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্বাচনকে বন্ধ করে দিবে, না হয় পিছিয়ে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। বাংলাদেশের জনগণ এবং বিএনপি এটা কখনো হতে দিবে না।”
তিনি বলেন, “ইন্টেরিম গভমেন্টের সাথে আমাদের দলের মহাসচিবসহ আরও কিছু নেতা আমেরিকা গিয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, তারা বিদেশেও নিজের দেশের সম্মান ক্ষুন্ন করে চোরাগুপ্তা হামলা চলানোর চেষ্টা করছে। এত রক্ত, এত কিছু হওয়ার পরেও তারা যে অন্যায় করেছে, এটা বিশ্বাস করছে না। শেখ হাসিনা ভারতে বসে এখনো নানারকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে।”
জামায়াতে ইসলাম দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে মন্তব্য করে এড. আব্দুস সালাম আজাদ বলেন, “পিআরের জন্য কোনো আন্দোলন হয়নি। ১৬ বছর ধরে জামায়াত ইসলাম পিআর শব্দটি তোলেনি। তাহলে আজকে কেন এ কথা তোলা হচ্ছে? এই ভেলকিবাজির খেলায় জামায়াত ইসলাম নামলেন কেন? দেশে মূলত অরাজকতা সৃষ্টির জন্য তারা নেমেছে।”



