Logo
Logo
×

রাজনীতি

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময়

Icon

বগুড়া অফিস :

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময়

ছবি-যুগের চিন্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। শনিবার বিকাল ৫টার দিকে শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারেক রহমান সবসময় বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সেই মন্ত্রে বিশ্বাস করেই বিএনপি কাজ করছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা আগের মতো এবারও পাশে থাকবো। উৎসবমুখর পরিবেশে যাতে পূজা অনুষ্ঠিত হয়, সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফ্তুন আহমেদ খান রুবেল ও অ্যাডভোকেট আব্দুল বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন।

এছাড়া বক্তব্য দেন সোনাতলা উপজেলা বিকাশ কর্মকার, ধুনট উপজেলা সভাপতি অধ্যক্ষ বিকাশ কুমার সাহা, শাজাহানপুর উপজেলা সাধারণ সম্পাদক মানিক সরকার, জেলা সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সদর উপজেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ দে, শিবগঞ্জ উপজেলা সভাপতি রাম নারায়ণ কানু, ইসকন বগুড়ার অধ্যক্ষ খরজিতা কৃষ্ণদাস, জয়গুরু আশ্রমের শ্রীমদ স্বামী ধর্মেশ্বানন্দ সরস্বতী মহারাজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, দীপক রায়, শেখর রায় প্রমুখ

মতবিনিময় সভায় ১২টি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন