Logo
Logo
×

রাজনীতি

কোনো ‘ভ্রান্তমতাদর্শী’ দলের সঙ্গে জোট করবে না জমিয়ত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

কোনো ‘ভ্রান্তমতাদর্শী’ দলের সঙ্গে জোট করবে না জমিয়ত

ছবি-সংগৃহীত

ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামি দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন।

বিশেষ করে দেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম জামায়াতে ইসলামী থেকে দূরে থাকছে।

দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মন্তব্য করেছেন, তারা কোনো ‘ভ্রান্তমতাদর্শী’ দলের সঙ্গে জোট করবেন না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আফেন্দী বলেন, আমাদের কনসেপ্ট পরিষ্কার। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চাই, তবে কোনো ভ্রান্তমতাদর্শের সঙ্গে আপস করতে রাজি নয়। কোনো ভ্রান্তমতাদর্শের বিরোধিতা করতে গিয়ে ফ্যাসিবাদের কোলে উঠতেও রাজি নই।

জমিয়তের কর্মপন্থা মধ্যমপন্থা উল্লেখ করে তিনি আরও বলেন, যদি একান্তই কারো সঙ্গে জোট করতে হয়, তাহলে চেষ্টা করব আমাদের সার্কেলের, আমাদের এক ও অভিন্ন দৃষ্টিভঙ্গির মতাদর্শের যারা, তাদের সঙ্গে মিট করার। সেক্ষেত্রে ব্যর্থ হলে যেখানে ক্ষতির মাত্রা কম, সেখানে আমরা যাব। যেখানে ক্ষতির মাত্রা বেশি, সেখানে যাব না। আমরা বিশ্বাস নবীগণ নিষ্পাপ। নবী হওয়ার আগে পরে দুই সময়েই তারা নিষ্পাপ। আমরা অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাটি মনে করি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সিলেটের কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন