এনসিপি)কুড়িগ্রাম জেলা শাখার ৬ নেতাকে অব্যাহতি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
ছবি-সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার শ্রমিক উইংয়ের শীর্ষস্থানীয় ৬ জন নেতা সংগঠন থেকে অব্যাহতি পেয়েছেন।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন—শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মো. মমিনুর রহমান এবং যুগ্ম সমন্বয়কারী মো. বাদশা মিয়া, মো. আবু হানিফ, মো. আনোয়ারুল ইসলাম, মো. সামিউল ইসলাম ও মো. দুলু মিয়া।
সংগঠন সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে তারা পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে তাদেরকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মো. মাহমুদুল হাসান জুয়েল বলেন,তাদের ব্যক্তিগত আবেদনের ভিত্তিতেই অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



