Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. জাহিদ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. জাহিদ

ছবি-সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, ‘শেষ বিচারে জনগণ সিন্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায় ও তাদের অধিকার চায়।

জনগণ অন্যায়-অত্যাচারের বিচার চায়। লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনতে চায়, পাখির মতো গুলি করে হত্যার বিচার চায়। ফ্যাসিবাদের বিচার চায়।’

তিনি বলেন, ‘আজকে যারা বিভিন্নভাবে হুংকার দিচ্ছেন তারা একপ্রকার স্বৈরাচারকে পুর্নবাসন করার রাস্তা প্রশস্ত করছেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন