কিছু প্রভাবশালী ডাকসু ও জাকসু নির্বাচনে একটি সংগঠনকে জেতালো : রিজভী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
ছবি-সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। জাকসুর ব্যালটপেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানোর বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, বিভিন্ন এলাকায় নির্যাতনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। একইসঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে ‘গভীর নীলনকশা’ বাস্তবায়নের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
রিজভী বলেন, দেশে যেভাবে একটি বিশেষ শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র এবং ধর্মপ্রিয় জনগণের জন্য হুমকিস্বরূপ। সরকারের একটি বড় অংশই জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও তিনি অভিযোগ করেন।



