Logo
Logo
×

রাজনীতি

রাঙ্গামাটি জেলা জামায়াতের রোকন সন্মেলন

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

রাঙ্গামাটি জেলা জামায়াতের রোকন সন্মেলন

রাঙ্গামাটি জেলা জামায়াতের রোকন সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোকন সন্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান। শনিবার তাদের জেলা অফিসে এই সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সন্মেলনে প্রধান অতিথির ভাষণে মাওলানা শাহজাহান সবার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন । তিনি বলেন আমরা অবশ্যই নির্বাচন চাই, আর নির্বাচন চাই বলেই আমরা সকল আসনে প্রার্থী নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এর আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে।

রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ জাফর সাদেক ও ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রর্থী এডভোকেট মোখতার আহাম্মদ।

রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মো. জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকীম প্রমুখ । 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন