Logo
Logo
×

রাজনীতি

জাকসু নির্বাচনের ফলাফল দাবিতে শাহবাগে শিবিরের বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

জাকসু নির্বাচনের ফলাফল দাবিতে শাহবাগে শিবিরের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তারা এ কর্মসূচি পালন করে।

এদিকে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনায় লোকবল বৃদ্ধি করা হয়েছে এবং গতি বাড়ানোর চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা সম্ভব হবে।

উল্লেখ্য, ৩৪ বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১০টা থেকে গণনা শুরু হলেও শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি।

প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর পদ্ধতিতে গণনা বাতিল করে ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, যার ফলে নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে।

এদিকে সিনেট ভবনসহ পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য মোতায়েন রয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৮৪৩ জন, যার মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নানা অভিযোগ তুলে ছাত্রদলসহ ৫টি প্যানেল ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেছেন।

ফলাফল প্রকাশে বিলম্ব এবং নির্বাচন ঘিরে উত্তেজনার কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, এবং বিভিন্ন পক্ষ থেকে ফলাফল দ্রুত প্রকাশের দাবি জোরালো হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন