Logo
Logo
×

রাজনীতি

জাকসু নির্বাচন

১২ হলের গণনা শেষ, বাকি ৯টির কাজ চলছে

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম

১২ হলের গণনা শেষ, বাকি ৯টির কাজ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলে গণনার কাজ অব্যাহত রয়েছে। সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে।

নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনা চলছে। ভোরের দিকে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল। তবে যেখানে এজেন্টরা ছিলেন, সেখানে কাজ চলেছে নিরবচ্ছিন্নভাবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ হয়। পরে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর শুরু হয় গণনা কার্যক্রম। পোলিং এজেন্টদের উপস্থিতিতে সিনেট ভবনেই ভোট গণনা চলছে, যেখানে মূলত হল সংসদের প্রার্থীদের এজেন্টরাই উপস্থিত আছেন।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী রাত পৌনে ৩টার দিকে সাংবাদিকদের বলেন, “এখন শুধুমাত্র হল সংসদের ভোট গণনা চলছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে চূড়ান্ত ফল দুপুরের পর ঘোষণা হতে পারে।”

তিনি আরও জানান, শিক্ষক ও কর্মকর্তারা সারাদিন হলে দায়িত্ব পালন করেছেন এবং রাতভর সিনেট ভবনে গণনায় যুক্ত আছেন। ফলে শারীরিক ক্লান্তির কারণে গণনার গতি কিছুটা কমে গেছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন