Logo
Logo
×

রাজনীতি

এনসিপির ৩ নেতা জাপান যাচ্ছেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম

এনসিপির ৩ নেতা জাপান যাচ্ছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের প্রতিনিধি দল জাপান সফরে যাচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।

দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম জানান, এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স এবং জাপানের প্রবাসীদের আমন্ত্রণে তাদের এই সফর। টোকিও এবং ওসাকা শহরে আয়োজিত কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন।

এক মাসের মধ্যে এটি এনসিপির প্রতিনিধিদলের তৃতীয় বিদেশ সফর।

এর আগে গত ২২ আগস্ট তিন দিনের সফরে মালয়েশিয়া যায় এনসিপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখান থেকে ফিরে ২৬ আগস্ট চার দিনের জন্য চীন সফরে যান তারাএই দুই সফরেই নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামতবে এবার জাপান সফরে তিনি থাকছেন না

এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স জানিয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে টোকিওতে এবং পরদিন বিকেল সাড়ে ৫টায় ওসাকায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির নেতারাজুলাই যোদ্ধাদের স্মরণেরিমেম্বার দ্য হিরোজশীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে

এর আগে গত মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে বৈঠক করেন এনসিপির একটি প্রতিনিধি দল

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিনিয়োগের পরিবেশসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠকে মতবিনিময় হয় বলে জানান এনসিপি নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন