ছবি-যুগের চিন্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।
মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, সরকার মুকুল, এম আর হাসান পলাশ, হারুনুর রশিদ সুজন, সাইদুল ইসলাম, আহসান হাবিব মমি প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিপুল সংখ্যক মুসল্লিও অংশ নেন।
এছাড়া গাবতলী পৌর বিএনপির উদ্যোগে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে পৃথক দোয়া মাহফিল হয়। এতে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি জিয়া পরিবারের কল্যাণ কামনা করা হয়।



