Logo
Logo
×

রাজনীতি

পঞ্চগড়ে পাঁচ শহীদের কবর জিয়ারত করলো ছাত্রশিবির

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

পঞ্চগড়ে পাঁচ শহীদের কবর জিয়ারত করলো ছাত্রশিবির

পঞ্চগড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐতিহাসিক বিজয় উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার পাঁচ শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করে জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে জেলা সভাপতি মুহাম্মদ রাশেদ ইসলামের নেতৃত্বে পঞ্চগড় জেলার পাঁচজন শহীদের কবর জিয়ারত করা হয়। প্রথমে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারত করা হয়। এরপর একে একে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের শহীদ আবু ছায়েদ, সাকোয়া ইউনিয়নের শহীদ সুমন ইসলাম, দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শহীদ শাহাবুল ইসলাম শাওন এবং ভাউলাগঞ্জ ইউনিয়নের শহীদ সাজুর কবর জিয়ারত করা হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজ খবর নেয়া হয়।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ রাশেদ ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় দান করেছেন। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা জুলাই অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মরণে আমরা তাদের কবর জিয়ারত করেছি এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। ছাত্রশিবির সবসময় শহীদদের আদর্শ ও ত্যাগকে লালন করে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে পাশে থাকবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব, অফিস সম্পাদক সোহেল রানা, বায়তুল মাল সম্পাদক খোরশেদ আলম, পঞ্চগড় সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুন্না ইসলাম, বোদা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা, পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (সাবেক) প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন