Logo
Logo
×

রাজনীতি

শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ে না ওঠা পর্যন্ত থামব না : ভিপি সাদিক কায়েম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ে না ওঠা পর্যন্ত থামব না : ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচনে জয় হয়েছে জুলাই প্রজন্মের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের ওপর যে নেতৃত্বের আমানত রেখেছেন, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ে না ওঠা পর্যন্ত আমরা থামব না।

তিনি আরও বলেন, আমি নিজেকে ভিপি হিসেবে নয়, বরং একজন ভাই, বন্ধু ও সহপাঠী হিসেবে শিক্ষার্থীদের কাছে পরিচয় দিতে চাই। ভিপি হওয়ার পরেও আমার পরিবর্তন হবে না। শিক্ষার্থীরা যেকোনো সমস্যায় আমাদের পাশে পাবেন।

নবনির্বাচিত ভিপি শিক্ষার্থীদের ত্যাগ ও বিশেষ করে নারী শিক্ষার্থীদের অবদানকে তুলে ধরে বলেন, জুলাই বিপ্লব থেকে শুরু করে এ নির্বাচন পর্যন্ত তাদের ভূমিকা ছিল অসামান্য।

সাদিক কায়েম প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, মাল্টিকালচারাল এবং পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলব। গবেষণা, আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করব, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করব।

প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা আমাদের সহযোদ্ধা। আমরা তাদের উপদেষ্টা হিসেবে গণ্য করি এবং তাদের ইশতেহারের বিষয়গুলোতেও কাজ করব। আমাদের ভুলত্রুটি তারা ধরিয়ে দেবেন—এই প্রত্যাশা করি।

শেষে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল, এখান থেকেই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের বার্তা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন