Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নির্বাচন

২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে জোটের প্রার্থী এস এম ফরহাদ জয়ী হয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের তানভীর বারী হামীম, যিনি পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদেও বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মুহা. মহিউদ্দীন খান, তার প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭২। এ পদে ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

জোটের প্রার্থীরা আরও ২০টি পদে জয় পান। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন ১০ হাজার ৬৩১ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ৭ হাজার ৮৩৩ ভোট এবং আন্তর্জাতিক সম্পাদক খান জসিম পেয়েছেন ৯ হাজার ৭০৬ ভোট। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমান হোসাইন (৭ হাজার ২৫৫ ভোট) এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া (১১ হাজার ৭৪৭ ভোট)।

সদস্য পদেও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনিরসহ আরও অনেকে।

অন্যদিকে প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে রয়েছেন সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, এবং সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া ডাকসুর ৩৮তম নির্বাচনে এবার ২৮টি পদের বিপরীতে লড়েছেন ৪৭১ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন