ভিপি প্রার্থী সাদিক কায়েমকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
ছবি-সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এতে ওই স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিক কায়েমকে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।



