Logo
Logo
×

রাজনীতি

সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সাদিক কায়েমের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সাদিক কায়েমের

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম

সাইবার হামলার মুখে দিনভর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে তার ফেসবুক আইডি পুনরায় সচল হয়।

সেদিন রাত ১০টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম লেখেন, হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন।

তিনি আরও বলেন, সব শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলবো আমাদের স্বপ্নের ক্যাম্পাস।

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলবে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। একজন ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে—কেন্দ্রীয় সংসদের ২৮ এবং হল সংসদের ১৩টি পদে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে পুরুষ ৪০৯ এবং নারী ৬২ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন