Logo
Logo
×

রাজনীতি

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন

ছবি-সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুহাম্মদ রায়হান আলী কেন্দ্রীয় সভাপতি পুনর্নির্বাচিত ও জাকারিয়া হোসাইন জাকির সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি মিলনায়তনে সদস্যদের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে সারাদেশের সদস্যদের ভোটগ্রহণ করা হয়।

নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো:আবদুল জলিল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

নব নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের।

সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে পুননির্বাচিত সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের।

নবমনোনীত সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য জিয়াউল হক শামীম, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহিদুল ইসলাম ইউনুস, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক আমিনী, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লে কর্নেল ডাক্তার এমদাদুল হক।

সম্মেলনে সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা রুহুল আমিন সাদী, অধ্যাপক আবদুল জলীল, প্রভাষক আবদুল করিম, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা মনসুরুল আলম মনসুর, মাওলানা বিলাল আহমদ চৌধুরী।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন