Logo
Logo
×

রাজনীতি

জাপা কার্যালয়ে হামলায় বিএনপির উদ্বেগ

গণতন্ত্রে হিংসার স্থান নেই, বললেন রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

গণতন্ত্রে হিংসার স্থান নেই, বললেন রিজভী

রুহুল কবির রিজভী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নিসংযোগ সেই চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে।

বিএনপি আরও বলেছে, ভিন্নমত থাকা গণতন্ত্রেরই অংশ। কিন্তু ভিন্নমতের ওপর শক্তি প্রয়োগ করে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা স্বৈরাচারী মানসিকতার প্রকাশ।

বিবৃতিতে বিএনপি জানায়, প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম অব্যাহত থাকবে কি না, তা নির্ধারণ করবে জনগণ। ভয়ভীতি, হামলা কিংবা হিংসার মাধ্যমে তা দমন করা গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী।

বিএনপি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সকল রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।

কী ঘটেছিল

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা শাহবাগে সংহতি সমাবেশ শেষে কাকরাইলে এসে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে কার্যালয়ে প্রবেশ করেন এবং ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

এই হামলায় ভবনের নিচের দুই তলা প্রায় সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন